ঈদের পর আসছে প্রথম দেশীয় ব্র্যান্ডের গাড়ি বাংলা কার
আধুনিক সব সুবিধা নিয়ে ঈদের পর বাজারে আসছে দেশীয় ব্র্যান্ডের প্রথম গাড়ি। মাত্র ৩০ লাখ টাকায় মিলবে সাত আসনের এ গাড়ি। এটি বাজারজাত করছে হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলা কারস লিমিটেড’। যাতে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা থাকবে।
করোনার প্রকোপ হ্রাসসহ সব কিছু ঠিক থাকলে আগামী বছরই দেশীয় ব্র্যান্ড ‘বাংলা গাড়ি’ রফতানিতে যাবে গ্রুপটি। প্রাথমিকভাবে ৩০টি গাড়ি ট্রায়ালে আছে, এরই মধ্যে ১০টি বিক্রি হয়ে গেছে।
হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকির হোসেন যুগান্তরকে বলেন, কোটি টাকা খরচে মার্সিডিজ-বিএমডব্লিউ গাড়িতে একজন গ্রাহক যে সুবিধা পান বাংলা গাড়িতে সে সুবিধা মিলবে মাত্র ৩০ লাখ টাকায়।
এটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো- গাড়িটি পোশাক খাতের মতো মেইড ইন বাংলাদেশ নাম বহন করবে। দেশকে গাড়ি উৎপাদনে নেতৃত্ব দেবে জাপান, চায়না ও ভারতের মতো। প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগে থাকছে বাংলা গাড়ির শোরুম। তাছাড়া আরও ৩০টি শোরুম খুলতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।
ইতোমধ্যে রাজধানীর তেজগাঁও ১৮১-১৮২ নম্বর ঠিকানায় ‘বাংলা কার’র একটি শোরুম চালু করা হয়েছে। যেখানে দেশীয় নিজস্ব ব্র্যান্ডের ৮ রঙের গাড়িটি সাজিয়ে রাখা হয়েছে। ২০২১ সালের নতুন মডেলের গাড়িও শোভা পাচ্ছে শোরুমে।
তিনি বলেন, বাংলা কার তৈরির কারখানা নারায়ণগঞ্জের পঞ্চবটিতে। সেখান থেকে ১২ ধরনের গাড়ি বাজারজাত করা হবে। এর মধ্যে থাকবে প্রাইভেট কার, ট্রাক, বাস, লরি ট্রাক, পিকআপ উল্লেখযোগ্য।
তবে গাড়ি বিক্রি কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিক যাত্রা এখনও শুরু হয়নি। ২৬ মার্চ এর উদ্বোধন হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে রোজার ঈদের পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
জানা গেছে, বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের বাংলা গাড়ি নির্মাণের জন্য জাপান, ইন্দোনেশিয়া ও চীনের সঙ্গে যৌথভাবে কাজ করছে হোসেন গ্রুপ। ইশুজু ইঞ্জিন, জাপানি বডিতে নির্মিত গাড়িতে ‘লেখা থাকবে মেইড ইন বাংলাদেশ।’
এ প্রসঙ্গে এমডি বলেন, আমরা দেশীয় ব্র্যান্ড, দেশীয় ডিজাইনে গাড়ি ম্যানুফ্যাচারিংয়ে যাচ্ছি। ইসুজু জাপানিজ ইঞ্জিন, চায়না বডি এবং ইন্দোনেশিয়ার চেসিস দিয়ে গাড়িগুলো তৈরি করছি। এসব গাড়ি অন্য গাড়ি থেকে ভিন্ন। ফোটন বা মিতসুবিশি একটা বা দুটি মডেলের গাড়ি তৈরি করতে পারবে কিন্তু বাংলা কারস সব মডেলের গাড়ি তৈরি করতে পারবে। ১৫০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত যেটা ক্রেতার চাহিদা সেটা আমরা তৈরি করে দিতে পারব। আবার ৮ রঙের গাড়ি থাকলেও ক্রেতা যদি অন্য কোনো রঙ পছন্দ করেন, আমরা সেটাও দিতে পারব। দেশের মাটিতে দেশের তৈরি গাড়ি হলো ‘বাংলা কার’। এটা বিদেশি গাড়ি নয়, নিজেদের নামে নিজেদের গাড়ি প্রথমবারের মতো আমরা উৎপাদন করছি। আগামী বছরের শুরু বা মাঝামাঝিতে রপ্তানিতে যাওয়ার চিন্তা করছি।
টয়োটা জাপানি কোম্পানি, হাভেল চায়নিজ কোম্পানি কিন্তু বাংলা কার আমাদের দেশীয় কোম্পানির গাড়ি। টাটার মতো আমরাও দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করব। আমরা এখন ট্রায়াল প্রডাকশনে আছি, জুন-জুলাইতে আমাদের আরও গাড়ি আসবে, পুরো বিশ্ব দেখবে যে ‘মেইড ইন বাংলাদেশের বাংলা গাড়ি।’
জুনে পিকআপ, ট্রাক নামবে। এরপর আমরা লরি, বাসসহ ১২ ধরনের গাড়ি নামাব। তাছাড়া ইলেকট্রিক গাড়ি নামবে আগামী বছর। পিএইচপি ফোটনের গাড়ি, প্রগতি মিতশুবিসির গাড়ি তৈরি করছে। আমাদেরটা নিজেদের গাড়ি। দেশের মাটিতে দেশের গাড়ি নির্মাণ হচ্ছে।
গাড়ির এ-টু-জেড ফ্যাসিলিটি বাংলাদেশে থেকেই পাবে। প্রতি বছর চার থেকে পাঁচ হাজার গাড়ি বাজারজাত করার ইচ্ছা আছে। ইলেকট্রিক মোটরসাইকেল, ইলেকট্রিক ভ্যাহিকেল, বড় লরি ট্রাক, সিমেন্টসহ যত ধরনের গাড়ি আছে সব গাড়ি উৎপাদন করব। তিনি বলেন, প্রতিটি গাড়িতে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি-গ্যারান্টি।
গাড়ি শব্দটি ছোট হলেও আকার আকৃতির দিক থেকে এর রয়েছে নানা বৈচিত্র্য। গতি বা স্বাচ্ছন্দ্য অথবা রাজকীয় ভাবের কারণেও গাড়ির ধরণ বদলে যায়। কেউ পছন্দ করেন উঁচু আসনে বসে ভ্রমণের স্বাদ নিতে। কারো আবার নিচু আসনে গতির ঝড় তুলেই তৃপ্তি। রয়েছে মাঝামাঝি ঘরণার গাড়িতেও চড়ার আনন্দ। চার চাকার যানবাহন...
BanglaEnglish
দেশে গাড়ি তৈরি হলে এর দাম কমবে। জনগণ সাশ্রয়ী মূল্যে গাড়ি কিনতে পারবে
আগামী বছর থেকে প্রথমবারের মতো ‘‘মেড ইন বাংলাদেশ’’ গাড়ি চালু করবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
মন্ত্রী বলেন, ‘‘খুব শিগগিরই অটোমোবাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০২০ চূড়ান্ত কর...
BanglaEnglish
স্থানীয় সংস্থা ফেয়ার গ্রুপ কোরিয়ান অটোমোবাইল জায়ান্ট হুন্ডাই মোটরস এর যৌথ উদ্যোগের মাধ্যমে আগামী বছরের মধ্যে ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ি চালুর পরিকল্পনা করছে।
ফেয়ার গ্রুপের মোটরগাড়ি শাখা ফেয়ার টেকনোলজি লিমিটেড হুন্ডাই মোটর সংস্থার সাথে হুন্ডাই যাত্রীবাহী যানবাহনের অনুমো...
BanglaEnglish
বর্তমান সময়ে বাংলাদেশে গাড়ির বাজার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ,।বেড়েছে গাড়ির ব্যাবহার সেই কারনে কোম্পানি গুলো বিভিন্ন রকম কার্যক্রম করছে তার মধ্যে অন্ন্যতম হচ্ছে মেলা ।
বাংলাদেশে সুজুকি গাড়ির পরিবেশক হচ্ছে উত্তরা মটরস এবং উত্তরা মটরস রাজশাহীতে একটি গাড়ির মেলার আয়োজন করেছে “উইন্ট...
BanglaEnglish
নাভানা লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে টয়োটা বাংলাদেশ, ঢাকা ব্যাংক এবং বিল্ডিং টেকনোলজি লিমিটেড (বিটিআই) কর্পোরেট পর্যায়ে। এটির মাধ্যমে গ্রাহকগন লাভজনক সুদের হারের সাথে একচেটিয়া গাড়ি লোন সুবিধা উপভোগ করতে পারবে।
টয়োটা নাভানা লিমিটেডের পক্ষে এবং ঢাকা ব্যাংক ল...
BanglaEnglish
আমাদের দেশে যত গাড়ী বেচাকেনা হয় তার একটা বড় অংশ পুরাতন গাড়ী। অনেকেই তাদের প্রথম গাড়ীটি কেনেন পুরাতন । পুরাতন বলতে রিকন্ডিশন বুঝাচ্ছি না , বুঝাচ্ছি কোন ব্যাক্তির ব্যাবহৃত গাড়ী। আসলে আমাদের মত নিম্ন আয়ের দেশে সাধ্য আর চাহিদার সমন্বয় এর একটা বড় মাধ্যম হল পুরাতন গাড়ী কেনা ।
কিন্তু আমরা ...
BanglaEnglish
টায়ারের খেয়াল রাখুন এবং যত্ন করুন
কি পরিমানে আপনার গাড়ির টায়ারে বাতাসের চাপ বজায় রাখতে হবে এবং তা টায়ারগুলিকে ঠিকমত ঘুরতে সহায়তা করতে পারে এবং তা থেকে আপনি ভাল গ্যাস মাইলেজ পাচ্ছেন তা নিশ্চিত করতে সহায়তা করে। আপনার টায়ার প্রেসার চেক করার মধ্যে রয়েছে প্রয়োজনীয় প্রেসার চেক ক...
BanglaEnglish
গাড়ি তার মালিকদের কাছে প্রিয় একটি পারিবারিক / ভ্রমণ সরঞ্জাম। বেশিরভাগ গাড়ির মালিক কেবলমাত্র তার গাড়ীটিকে শুধু ভালিবাসেন না বরং গাড়ীতে কোনও দেখলে সেটাও সহ্য করতে পারেন না, স্টিকারগুলি বাদে। এটি সত্য যে আপনি আপনার গাড়ির সাথে আঠালো জিনিসগুলি থেকে রক্ষা পেতে পুরো সময় এর পেছনে পাহা...
BanglaEnglish
এই টপিকটি আমাদের পাঠকদের কাছে অদ্ভুত লাগতে পারে বা তারা মনে করবে যে এটি আর কি এমন ব্যাপার। বিশ্বাস করুন, টেকনিশিয়ানের কাছে সমস্যা উপস্থাপন করার বিষয়ে আপনার অজ্ঞতার কারণে আপনার বেশিরভাগ বিল অতিরিক্ত পরিশোধ করতে হবে। আপনার মনের একটি সাধারণ প্রশ্ন হিসাবে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পার...
BanglaEnglish
টায়ার যে কোনও যানবাহনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, টায়ারই আপনাকে আপনার গাড়ি বা যে কোন ভারী যানবাহনের উপর রাস্তার গ্রিপ এবং পুর্ন নিয়ন্ত্রণ দেয়। নষ্ট হয়ে যাপ্যা টায়ার রাস্তার মাঝখানে সমস্যার সৃষ্টি করে যদি আপনি না জানেন কীভাবে গাড়ীর টায়ার পরিবর্তন করতে হয়। আপনি জানেন, রাস্তায় ...
BanglaEnglish