করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে আগামী জুন থেকেই দেশে তৈরি গাড়ি আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলা কারস।
জাপান, ইন্দোনেশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় দেশে গাড়ি তৈরি করছে প্রতিষ্ঠানটি। ৮ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত দাম পড়বে প্রতিটি গাড়ির। থাকবে ৫ বছর বা ১ লাখ কিলোমিটারের ওয়ারেন্টি।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সব ধরনের আধুনিক সুবিধা নিয়ে বাজারে আসছে দেশীয় ব্র্যান্ডের প্রথম গাড়ি। ৩০ লাখ টাকায় মিলবে সাত আসনের এ এসইউভি গাড়িটি। হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান ‘বাংলা কারস লিমিটেড’।
এই কোম্পানির তৈরি করা গড়িতে প্রথমবারের মতো ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা থাকবে। কোটি টাকা খরচে মার্সিডিজ-বিএমডব্লিউর গাড়ি ব্যবহারকারীরা যেসব সুবিধা পান বাংলা গাড়িতে ৩০ লাখ টাকায় মিলবে সেসব সুবিধা। বাংলা কারস তৈরি করছে ১২ ধরনের গাড়ি। এর মধ্যে থাকছে জিপ, প্রাইভেট কার, বাস, মিনিবাস, পিকআপ, লরি ও ট্রাক।
বাংলা কারসের প্রধান কারিগরি উপদেষ্টা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ঈদের পর আমাদের মেগা প্রকল্পের কাজ শুরু করবো। ২৬ মার্চ উদ্বোধন করতে চেয়েছিলাম। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। আমাদের কাজ করতে হচ্ছে আরও চারটি দেশের সহযোগিতায়।
তিনি বলেন, নারায়ণগঞ্জের পঞ্চবটীতে বাংলা কারসের কারখানা স্থাপন করা হয়েছে। ইন্দোনেশিয়া থেকে যন্ত্রাংশ এনে কারখানায় তৈরি করা হচ্ছে এসইউভি গাড়ি।
মো. আব্দুস সাত্তার বলেন, একটি এসইউভি গাড়ির বাজার দর কমপক্ষে ৭০ লাখ। সর্বোচ্চ দাম দেড় কোটি টাকা। দেশে সংযোজন করে বিক্রি হওয়ায় এসইউভি গাড়ির দাম পড়ছে ৩০ লাখ টাকা।
মো. আব্দুস সাত্তার জানান, দেড় বছর আগে পরিকল্পনা ছিল যন্ত্রাংশ সংযোজন করে নয় বরং দেশেই তৈরি হবে গাড়ি। চীনের উহানের ডিএফএসকের সঙ্গে চুক্তিও হয়েছিল। করোনা সংক্রমণের পর বিষয়টি সেভাবে এগোয়নি। এখন বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে যন্ত্রাংশ আর সরঞ্জাম এনে দেশে তৈরি হচ্ছে বিশ্বমানের এসইউভি। গত ফেব্রুয়ারিতে যন্ত্রাংশ দেশে আনার পর মার্চে তা সংযোজন হয়, চলতি মাস থেকে বিক্রি শুরু হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু না হলেও বিক্রি হয়ে গেছে সংযোজিত গাড়ির এক তৃতীয়াংশ।
বাংলা কারসের একজন নির্বাহী প্রকৌশলী আল আমিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আট লাখ টাকা দামের যে গাড়িটি আমরা বিক্রি করতে যাচ্ছি সেটি সেডান কার। ৮ লাখ টাকায় এ প্রাইভেটকারটি কিনতে পারবেন ক্রেতারা।
কোম্পানি সূত্রে জানা গেছে, দেশের সব বিভাগীয় শহরেই থাকবে বাংলা কারসের শোরুম। তাছাড়া আরও ৩০টি শোরুম খুলতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান।
পি এইচ পি অটোমোবাইলস কর্তৃক প্রস্তুতকৃত বাংলাদেশের তৈরি প্রথম কার নিউ সাগা এমসিসি সিগন ২০২১ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার রাজধানীর তেঁজগাও পি এইচ পি অটোমোবাইলের শোরুমে গাড়িটির শুভ উদ্ভোধন করেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. মহসীন। এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন...
BanglaEnglish
মাত্র ১৭ হাজার ৬০০ টাকায় কেনা যাবে নতুন গাড়ি। কিস্তিতে ক্রেতাদের জন্য এ সুযোগ দিচ্ছে মারুতি সুজুকি সুইফট। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এ গাড়ি কিনতে লাগবে না কোনো ধরনের ডাউন পেমেন্ট। দেশটির মাইলস অটোমোটিভ টেকনোলজি সংস্থার সঙ্গে চুক্তির পরেই এমন ঘোষণা করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া।
...
BanglaEnglish
মাত্র ১১ লাখ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে টয়োটার জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড কার। মডেল টয়োটা অ্যাকুয়া হাইব্রিড।
এটি একটি রিকন্ডিশন কার। এতে হাইব্রিড সিনারজি ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাড়িটি জ্বালানির পাশাপাশি ব্যাটারিওতেও চলে। ফলে জ্বালানি সাশ্রয় হয়।
পরিবেশবান...
BanglaEnglish
জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাণ কোম্পানি মিতসুবিশি বাংলাদেশেই গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তাও চেয়েছে কোম্পানিটি।
১৬ মে, বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করে এ সিদ...
BanglaEnglish
করোনা পরিস্থিতিতে বড় ধরনের কোনো অঘটন না ঘটলে আগামী জুন থেকেই দেশে তৈরি গাড়ি আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলা কারস।
জাপান, ইন্দোনেশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তায় দেশে গাড়ি তৈরি করছে প্রতিষ্ঠানটি। ৮ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত দাম পড়বে প্রতিটি গাড়ির। থাকবে ৫ বছর ...
BanglaEnglish
প্রথমত, আমাদের টায়ারের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা উচিত। গাড়ির বেশিরভাগ মালিক / ড্রাইভার কেবলমাত্র টায়ার সম্পর্কে জানতে চান যে এটি সাধারণত কতটা সময় ব্যবহার করা যায়। আপনি জানেন, রাস্তায় গাড়ি এবং গাড়ির ওজন সাথে গতি এবং ওজন নিয়ন্ত্রণের জন্য একটি উচ্চ গতির ইঞ্জিনসম্পন্ন গাড়...
BanglaEnglish
ব্যাটারি একটি গাড়ির প্রাথমিক এবং আবশ্যিক অঙ্গগুলির মধ্যে একটি, যার মাধ্যমে গাড়ী চালু করার শক্তি অর্জন করে। আপনি ব্যাটারি ছাড়া গাড়ী চালানোর কথা চিন্তা করতে পারবেন না। ব্যাটারির ক্ষতিগ্রস্থ হউয়ার পিছনে অনেকগুলি কারণ রয়েছে। আপনার কখন ব্যাটারি পরিবর্তন করা দরকার তা দরকার অন্যথ...
BanglaEnglish
কিছু লোকের কাছে কারের স্বপ্ন থাকে তারা ক্রয় করার ক্ষমতা / সামর্থ রাখে তবে এক পর্যায়ে তারা ক্রয় পরবর্তী ব্যয়ের কারনে ব্যবহার করা গাড়ী কিনতে গিয়ে আটকে যায়। সার্ভিসিং ব্যয় এতটা নিয়মিত করতে হয় না তবে প্রায়শই পেট্রল / জ্বালানী ব্যয় স্ট্যান্ডার্ড শ্রেণীর লোকদের এত ব্যয়বহুল করে ত...
BanglaEnglish
গাড়ি তার মালিকদের কাছে প্রিয় একটি পারিবারিক / ভ্রমণ সরঞ্জাম। বেশিরভাগ গাড়ির মালিক কেবলমাত্র তার গাড়ীটিকে শুধু ভালিবাসেন না বরং গাড়ীতে কোনও দেখলে সেটাও সহ্য করতে পারেন না, স্টিকারগুলি বাদে। এটি সত্য যে আপনি আপনার গাড়ির সাথে আঠালো জিনিসগুলি থেকে রক্ষা পেতে পুরো সময় এর পেছনে পাহা...
BanglaEnglish
টায়ারের খেয়াল রাখুন এবং যত্ন করুন
কি পরিমানে আপনার গাড়ির টায়ারে বাতাসের চাপ বজায় রাখতে হবে এবং তা টায়ারগুলিকে ঠিকমত ঘুরতে সহায়তা করতে পারে এবং তা থেকে আপনি ভাল গ্যাস মাইলেজ পাচ্ছেন তা নিশ্চিত করতে সহায়তা করে। আপনার টায়ার প্রেসার চেক করার মধ্যে রয়েছে প্রয়োজনীয় প্রেসার চেক ক...
BanglaEnglish