নতুন মডেলের দেড় লাখসাইবারট্রাক রিজার্ভেশন পাওয়ার কথা জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলোন মাস্ক। বৃহস্পতিবার এ মডেলটির মোড়ক উন্মোচনের সময় গাড়িটির বুলেটরোধী জানালার কাচ পরীক্ষা করে দেখাতে গিয়ে বিপাকে পড়েন কোম্পানিটির বিভিন্ন উপস্থিত কর্মকর্তারা। কোম্পানিটির প্রধান ডিজাইনার ফ্র্যানজ ভন হলজহাউসেন পরপর দুটি ধাতব বল ছুড়ে মারলে ফেটে যায় গাড়িটির জানালার কাচ। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় নিজেদের সেই ক্রয়ের নির্দেশের কথা জানান কোম্পানিটির সিইও।
বিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিটির নতুন মডেলের গাড়ি বাজারে আসার আগেই তাদের বেশ কিছু ক্রেতা রয়েছে। নতুন মডেলের গাড়ি বাজারে ছাড়ার আগেই কোম্পানিটি আগ্রহী ক্রেতাদের থেকে অগ্রিম কিছু অর্থ নেয়। অগ্রিম বুকিং দেয়া এসব ক্রেতার উপস্থিতিতে একটি অনুষ্ঠানে নতুন মডেলটির মোড়ক উন্মোচন করে টেসলা। তবে আগে থেকে বুকিং দেয়া থাকলেও নির্দিষ্ট গাড়িটি বুকিংদাতাদের কাছে সরবরাহ করা হয় কয়েক বছর পর। দুই বছর আগে কোম্পানিটি একটি সেমি-ট্রাক ও রোডস্টার সকলের সামনে পরিচিত করেন, যেটি এখনো কারখানায় রয়েছে। এছাড়া চলতি বছরের বসন্তে কোম্পানিটি ক্রসওভারের ‘মডেল ওয়াই‘য়ের একটি গাড়ির মোড়ক উন্মোচন করে, যেটির উৎপাদনই শুরু হবে আগামী গ্রীষ্ম থেকে।
এদিকে নতুন মডেলের বৈদ্যুতিক ট্রাকের জন্য অনলাইনে বুকিং আহ্বান করেছে টেসলা। এর জন্য জমা দিতে হয় ফেরতযোগ্য ১০০ ডলার। এক টুইট বার্তায় মাস্ক বলেন, আমরা বৈদ্যুতিক গাড়ির যেসব অগ্রিম বুকিং পেয়েছি, তার মধ্যে ডুয়াল-মোটরের রিজার্ভেশন ৪২ শতাংশ, যেটির অর্ডার শুরু হয়েছে ৪৯ হাজার ৯০০ ডলারে। ৬৯ হাজার ৯০০ ডলারে শুরু হওয়া টিপল-মোটরের অর্ডার৪১ শতাংশ; এটির উৎপাদন ২০২২ সালের শেষের দিকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ৩৯ হাজার ৯০০ ডলারে শুরু হওয়া সিঙ্গেল-মোটর মডেলটির ১৭ শতাংশ রিজার্ভেশন পাওয়ার কথাও জানান টেসলার সিইও।
সবথেকে মজার বিষয় বিনিয়োগকারী, বিশ্লেষক, সাংবাদিক ও ভক্তদের জন্য টেসলার রিজার্ভেশন লিস্ট কৌতূহলের একটি বড় ব্যাপার হয়ে আছে। অন্যদিকে কোম্পানিটি নিজেদের প্রান্তীয় প্রতিবেদনে সবসময় রিজার্ভেশনের পরিসংখ্যান প্রকাশ করা থেকে বিরত থেকেছে। প্রান্তীয় প্রতিবেদনের এটি প্রাসঙ্গিক নয় বলে জানানো হয়েছে কোম্পানিটির তরফ থেকে।
এ প্রসঙ্গে কোম্পানিটির সাবেক প্রধান আর্থিক কর্মকর্তা দীপক আহুজা জানুয়ারিতে বলেছিলেন, প্রতিবেদনে রিজার্ভেশন প্রকাশ করা প্রাসঙ্গিক নয়। কোম্পানিটির ২০১৮ সালের চতুর্থ প্রান্তিক প্রতিবেদন প্রকাশের সময় এ কর্মকর্তা আরো বলেছিলেন, এখনো আমাদের রিজার্ভেশনে বিপুল তথ্য রয়েছে। আমরা যে গাড়িগুলো বাজারে আনার জন্য ক্রেতাদের থেকে অগ্রিম অর্থ নিয়েছি, সে মডেলগুলোর জন্য এখনো অনেকে অপেক্ষা করছেন বলে তথ্য রয়েছে আমাদের কাছে। তবে আমাদের হাতে কী পরিমাণ আগ্রহী ক্রেতা রয়েছে, তা প্রকাশ করাটা বিভিন্ন কারণে সঙ্গত মনে করি না। তবে নিজেদের মডেল ওয়াইয়ের রিজার্ভেশন কোম্পানিটি কখনো প্রকাশ করেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
এদিকে বৃহস্পতিবারের মোড়ক উন্মোচনে ফেটে যাওয়া জানালার কাচ কারা সরবরাহ করেছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ‘আরমোর গ্লাস’ নামে কোম্পানিটির নিজেদেরই গ্লাস ব্যবসা রয়েছে। ২০১৬ সাল থেকে তারা এ ব্যবসা করে আসছে।
মাত্র ১১ লাখ টাকায় দেশের বাজারে পাওয়া যাচ্ছে টয়োটার জ্বালানি সাশ্রয়ী হাইব্রিড কার। মডেল টয়োটা অ্যাকুয়া হাইব্রিড।
এটি একটি রিকন্ডিশন কার। এতে হাইব্রিড সিনারজি ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গাড়িটি জ্বালানির পাশাপাশি ব্যাটারিওতেও চলে। ফলে জ্বালানি সাশ্রয় হয়।
পরিবেশবান...
BanglaEnglish
‘ঘুরছে চাকা, এগোচ্ছে বিশ্ব’ - যে চাকার উপর ভর করে গাড়িগুলো ছুটছে নানা গন্তব্যে সেই গাড়ির ধরণ, আকার আকৃতিও বিভিন্নভাবে বদলে গেছে। ২০১৯ ছিল গাড়ি প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো দূষণ এবং জ্বালানি খরচ কমিয়ে পরিবেশ বান্ধব নিত্যনতুন যানবাহন নির্মাণের প্রতিযোগি...
BanglaEnglish
বর্তমান সময়ে বাংলাদেশে গাড়ির বাজার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ,।বেড়েছে গাড়ির ব্যাবহার সেই কারনে কোম্পানি গুলো বিভিন্ন রকম কার্যক্রম করছে তার মধ্যে অন্ন্যতম হচ্ছে মেলা ।
বাংলাদেশে সুজুকি গাড়ির পরিবেশক হচ্ছে উত্তরা মটরস এবং উত্তরা মটরস রাজশাহীতে একটি গাড়ির মেলার আয়োজন করেছে “উইন্ট...
BanglaEnglish
স্থানীয় সংস্থা ফেয়ার গ্রুপ কোরিয়ান অটোমোবাইল জায়ান্ট হুন্ডাই মোটরস এর যৌথ উদ্যোগের মাধ্যমে আগামী বছরের মধ্যে ‘মেড ইন বাংলাদেশ’ গাড়ি চালুর পরিকল্পনা করছে।
ফেয়ার গ্রুপের মোটরগাড়ি শাখা ফেয়ার টেকনোলজি লিমিটেড হুন্ডাই মোটর সংস্থার সাথে হুন্ডাই যাত্রীবাহী যানবাহনের অনুমো...
BanglaEnglish
নতুন কিছুর আনন্দই আলাদা। তাই আপনার নতুন বছর শুরু হোক নতুন গাড়ি দিয়ে। শুধুমাত্র এই জানুয়ারিতে টাটা নেক্সন এবং টাটা টিয়াগো এর সাথে পাচ্ছেন আকর্ষণীয় সব অফার।
* ফ্রি রেজিষ্ট্রেশন ও ইন্সুইরেন্স
* এবং ৫০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট
* জামানত ৩,২৫,০০০/- টাকা থেকে শুরু।
বিস্তারিত জানতে অনুগ্...
BanglaEnglish
শিরোনামটি আমাদের পাঠকদের কাছে অদ্ভুত লাগতে পারে, এটি আধুনিক অটো মেরামতের দোকানের প্রাথমিক প্রয়োজনীয়তার উপর এটি একটি নিবন্ধ। আপনি যদি এটি আগেই এটি অন্যধাবন করতে পারেন তবে আপনি ঠিকই ধরেছেন । একটি গাড়ি মেরামত করার দোকানটি এমন একটি জায়গা যেখানে কোনও গাড়ির মালিককে তার জীবনে অনেকব...
BanglaEnglish
কিছু লোকের কাছে কারের স্বপ্ন থাকে তারা ক্রয় করার ক্ষমতা / সামর্থ রাখে তবে এক পর্যায়ে তারা ক্রয় পরবর্তী ব্যয়ের কারনে ব্যবহার করা গাড়ী কিনতে গিয়ে আটকে যায়। সার্ভিসিং ব্যয় এতটা নিয়মিত করতে হয় না তবে প্রায়শই পেট্রল / জ্বালানী ব্যয় স্ট্যান্ডার্ড শ্রেণীর লোকদের এত ব্যয়বহুল করে ত...
BanglaEnglish
প্রথমত, আপনি কেন একটি ভাল মেকানিক অনুসন্ধান করতে যাচ্ছেন? প্রকৃতপক্ষে, এটি গাড়ী মালিকের কাছে সবচেয়ে বিরক্তিকর প্রশ্ন হতে চলেছে, কারণ কেবল তারা জানেন যে তারা তাদের গাড়ীকে কতটা ভালোবাসেন। গাড়িটি তাদের কাছে পরিবারের সদস্য বা আরও কিছু হতে পারে। যে ব্যক্তি প্রকৃতপক্ষে একজন চিকিৎসক / ...
BanglaEnglish
আমাদের দেশে যত গাড়ী বেচাকেনা হয় তার একটা বড় অংশ পুরাতন গাড়ী। অনেকেই তাদের প্রথম গাড়ীটি কেনেন পুরাতন । পুরাতন বলতে রিকন্ডিশন বুঝাচ্ছি না , বুঝাচ্ছি কোন ব্যাক্তির ব্যাবহৃত গাড়ী। আসলে আমাদের মত নিম্ন আয়ের দেশে সাধ্য আর চাহিদার সমন্বয় এর একটা বড় মাধ্যম হল পুরাতন গাড়ী কেনা ।
কিন্তু আমরা ...
BanglaEnglish
এই টপিকটি আমাদের পাঠকদের কাছে অদ্ভুত লাগতে পারে বা তারা মনে করবে যে এটি আর কি এমন ব্যাপার। বিশ্বাস করুন, টেকনিশিয়ানের কাছে সমস্যা উপস্থাপন করার বিষয়ে আপনার অজ্ঞতার কারণে আপনার বেশিরভাগ বিল অতিরিক্ত পরিশোধ করতে হবে। আপনার মনের একটি সাধারণ প্রশ্ন হিসাবে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পার...
BanglaEnglish