আমাদের দেশে যত গাড়ী বেচাকেনা হয় তার একটা বড় অংশ পুরাতন গাড়ী। অনেকেই তাদের প্রথম গাড়ীটি কেনেন পুরাতন । পুরাতন বলতে রিকন্ডিশন বুঝাচ্ছি না , বুঝাচ্ছি কোন ব্যাক্তির ব্যাবহৃত গাড়ী। আসলে আমাদের মত নিম্ন আয়ের দেশে সাধ্য আর চাহিদার সমন্বয় এর একটা বড় মাধ্যম হল পুরাতন গাড়ী কেনা ।
কিন্তু আমরা অনেকেই জানিনা একটা পুরাতন গাড়ী কেনার পরে কি কি কাজ করতে হয়। আসলে শোরুম থেকে কেনা গাড়ী যেমন একদম রাস্তায় চালানোর উপযুক্ত থাকে পুরাতন গাড়ীর ক্ষেত্রে অনেক সময়ই তা হয় না । কি অবাক হচ্ছেন ?? যদি অবাক হন তবে পড়তে থাকেন।
আপনি গাড়িটি কেনার আগে নিশ্চয় খুব ভালোভাবে দেখে নিয়েছেন । হয় নিজে বা কোন দক্ষ মেকানিককে দিয়ে । কিন্তু গাড়িটি রাস্তায় নামানোর আগে আরো অনেক কাজ বাকি আছে , চলুন দেখে নেয়া যাক আর কি কাজ বাকি আছে-
০১. প্রথমেই রেজিস্ট্রেশন ট্রান্সফার করে নিন । তা না হলে গাড়ি রাস্তায় নামালে আপনি সমস্যায় পড়তে পারেন
০২. ছোট খাটো যে সমস্যাগুলি কেনার সময় নজরে পড়েছিল তা দ্রুত ঠিক করে নিন। তা না হলে এক সময় সমস্যাগুলি ভুলে যাবেন এবং পড়ে বড় ধরণের সমস্যা হয়ে যাবে
০৩. গাড়ি কেনার আগে একবার নিশ্চয় দেখে নিয়েছেন এবার কেনার পরে একজন মেকানিককে দিয়ে ভালো ভাবে চেক করে নিন । বিশেষ করে ফিল্টার , ব্রেক, গাড়ির বিভিন্ন ফ্লুইড , টায়ার ইত্যাদি। যদি সম্ভব হয় ঠিক করে নিন বা বদলে নিন।
০৪. গাড়িটি খুব ভালো ভাবে ভিতর এবং বাইরে পরিস্কার করে নিন । আপনি নিশ্চয় এমন একটা গাড়ি ব্যবহার করতে চাইবেন না যা অন্যের ঘাম , ময়লা দ্বারা নোংরা ।
০৫. গাড়ি কেনা সব সময়ই আনন্দের, হোক না তা পুরাতন । গাড়ির ইন্টিরিয়র , এক্সটিরিয়র , হেন্ডেলিং সব কিছুই নতুন আপনার কাছে । এই বিষয়গুলির সাথে অভ্যস্থ হতে কিছুটা সময় লাগে । প্রয়োজনে কারো সাহায্য নিন বা ম্যানুয়ালটি ভালো ভাবে পড়ে নিন ।
এর পরে আর কি কোনো কিছু বাকি থাকলো!! ?? নতুন গাড়ী কিনেছেন, পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন ।
আর হ্যা, একটা কথা না বললেই না । আপনি পুরাতন গাড়ি কিনতে হিমসিম খাচ্ছেন বা সঠিক গাড়িটি খুজে পাচছেন না ? "দেশী কার ডট কম" এ চলে আসুন ।আমরা আপনাকে সাহায্য করার জন্যই আছি। আপনার সাধ আর সাধ্যের মধ্যে অসংখ্য গাড়ী পাবেন এখানে । আমাদের ওয়েব সাইট ব্রাইজ করে দেখে নিন আপনার উপযোগী কি কি গাড়ী আমাদে কাছে আছে ।
আসছে শীতকালে ঠান্ডার সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে বৃষ্টিরও দেখা মিলতে। টিপ টিপ বৃষ্টিতে রাস্তা হয়ে থাকে কর্দমাক্ত। শীতকালে বাতাসে ধুলাবালির পরিমাণ বেশি থাকে। দেশের আবহাওয়া অনুসারে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে গাড়ির প্রতি অধিক যত্নশীল হতে হয়। তবে শীতে গাড়িকে নিরাপদে চালানোর জন্য কিছু সতর...
BanglaEnglish
কিছু লোকের কাছে কারের স্বপ্ন থাকে তারা ক্রয় করার ক্ষমতা / সামর্থ রাখে তবে এক পর্যায়ে তারা ক্রয় পরবর্তী ব্যয়ের কারনে ব্যবহার করা গাড়ী কিনতে গিয়ে আটকে যায়। সার্ভিসিং ব্যয় এতটা নিয়মিত করতে হয় না তবে প্রায়শই পেট্রল / জ্বালানী ব্যয় স্ট্যান্ডার্ড শ্রেণীর লোকদের এত ব্যয়বহুল করে ত...
BanglaEnglish
ইঞ্জিন যে কোনও যানবাহনের প্রাণকেন্দ্র, যতক্ষণ আপনি এটা মেনে নিতে পারেন যে কোনও যানবাহনের এই অংশটি চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এই ধারণা অনুসারে, আপনার বাহনের ইঞ্জিনটির সবচেয়ে যত্ন নেওয়া উচিত। যদি আমরা ইঞ্জিনকে হার্টের সাথে তুলনা করি তবে ইঞ্জিনের অয়েলকে এটির রক্...
BanglaEnglish
মৌসুমের ভিন্নতা হিসাবে আপনি নিজের গাড়ির অবস্থা সম্পর্কে চিন্তা না করলে শুধুমাত্র আপনার নিজের মত করে গাড়ি চালাতে পারবেন না। গাড়ি মালিকদের কাছে অন্যতম প্রধান সমস্যা যে তাদের গাড়ি পানির নিচে চলে গেলে বা বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেলে তারা কী করবে। আমাদের সুপারিশটি হল, এ নিয়ে কখনই উ...
BanglaEnglish
উচ্চ বা স্ট্যান্ডার্ড সহ সকল শ্রেণীর লোকের কাছে গাড়ি অভিজাত শ্রেণির লক্ষণের মতো। এর অর্থ, গাড়িগুলি কেবল পরিবহণের একটি মিডিয়া নয় বরং এর আভিজাত্যের প্রতীকও বটে। এক্ষেত্রে, গাড়ি মালিকদের প্রায়শই সার্ভিসিংয়ের সময় গুণমানের টানাপড়েনের সাথে তাদের গাড়ি সার্ভিসিংয়ে প্রয়োজনে...
BanglaEnglish
প্রযুক্তি মানুষকে অনেক কিছুই হাতের নাগালে এনে দিয়েছে। তার মধ্যে প্রযুক্তির আরেকটি নতুন যাত্রা ইলেকট্রিক প্রাইভেটকার। পরিবেশ বান্ধব-খরচ কম থাকায় পৃথিবীর বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠছে এটি। এমনকি ছোট আকার ও চমৎকার ডিজাইনের ইলেকট্রিক প্রাইভেটকার মাত্র ৯৫ হাজার টাকায় বাংলাদেশেও পাও...
BanglaEnglish
প্রযুক্তির কল্যাণে মানুষ দিনকে দিন বেশ নিরাপত্তা বেষ্টনির মধ্যে চলে আসছে। এর অংশ হিসেবে এবার জার্মানির লিনজেন শহরে একটি তেল পরিশোধনাগারে চালকবিহীন গাড়ির ট্রায়াল চালানো হয়েছে।
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি এই গাড়িটির নাম অক্সবটিকা । ভবিষ্যতে তেল পরিশোধনাগারের নিরাপ...
BanglaEnglish
‘ঘুরছে চাকা, এগোচ্ছে বিশ্ব’ - যে চাকার উপর ভর করে গাড়িগুলো ছুটছে নানা গন্তব্যে সেই গাড়ির ধরণ, আকার আকৃতিও বিভিন্নভাবে বদলে গেছে। ২০১৯ ছিল গাড়ি প্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো দূষণ এবং জ্বালানি খরচ কমিয়ে পরিবেশ বান্ধব নিত্যনতুন যানবাহন নির্মাণের প্রতিযোগি...
BanglaEnglish
মাত্র ১৭ হাজার ৬০০ টাকায় কেনা যাবে নতুন গাড়ি। কিস্তিতে ক্রেতাদের জন্য এ সুযোগ দিচ্ছে মারুতি সুজুকি সুইফট। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির এ গাড়ি কিনতে লাগবে না কোনো ধরনের ডাউন পেমেন্ট। দেশটির মাইলস অটোমোটিভ টেকনোলজি সংস্থার সঙ্গে চুক্তির পরেই এমন ঘোষণা করেছে মারুতি সুজুকি ইন্ডিয়া।
...
BanglaEnglish
পি এইচ পি অটোমোবাইলস কর্তৃক প্রস্তুতকৃত বাংলাদেশের তৈরি প্রথম কার নিউ সাগা এমসিসি সিগন ২০২১ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর শনিবার রাজধানীর তেঁজগাও পি এইচ পি অটোমোবাইলের শোরুমে গাড়িটির শুভ উদ্ভোধন করেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান মো. মহসীন। এ সময় ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন...
BanglaEnglish